i) সুন্দরবনে জীববৈচিত্র্য রক্ষা, প্রকৃতি পর্যটন উন্নয়ন, বনজসম্পদ রক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বন ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্য উন্নয়নের জন্য ‘সুন্দরবন সুরক্ষা প্রকল্প’ প্রস্তাবনা প্রস্তুত করে প্রেরণ করা হয়েছে। প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এ-প্রকল্পের অধীন বাস্তবায়নের জন্য প্রস্তাবিত উল্ল্যেখযোগ্য কার্যক্রমসমূহ:
ii) সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন (Ecotourism) সুবিধা সম্প্রসারণ ও মান উন্নয়নের মাধ্যমে স্থানীয় বন নির্ভর জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এবং সুন্দরবনের সম্পদের ওপর নির্ভরশীলতা হ্রাসকরনের মাধ্যমে সুন্দরবনের সুরক্ষায় সহায়তা করার উদ্দেশ্যে ‘সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন (ইকোট্যুরিজম) সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প’ প্রস্তাবনা প্রস্তুত করে অনুমোদনের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। এ-প্রকল্পের অধীন বাস্তবায়নের জন্য প্রস্তাবিত উল্লেখ্যযোগ্য কাযক্রমসমূহ:
iii) সুন্দরবনে ডলফিন সার্ভের মাধ্যমে নতুন ডলফিন হটসুট নির্ণয় পূর্বক সংরক্ষক কার্যক্রম গ্রহণ করা হবে।
iv) সুন্দরবনে মৎস্যসম্পদ ও কাকড়া স্টক জরিপ করা হবে।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)